ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

আমেরিকায় ১০০ কোটির বিলাসবহুল বাংলো কিনলেন মেসি

বর্ণমেলা নিউজ
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ১২:৩৯ অপরাহ্ণ
Link Copied!

তিনি বিশ্ব ফুটবলের মহা তারকা। দেশকে পাইয়ে দিয়েছেন বিশ্বকাপ। সদ্য পিএসজি ছেড়ে এবার আমেরিকার ক্লাব ইন্টার মিয়ামিতে সই করেছেন লিওনেল মেসি। মিয়ামিতে যোগ দেওয়া নিয়ে বিশ্ব ফুটবলের অনেকেই অনেক সমালোচনা করেন। কিন্তু তাতে কোনও পাত্তাই দেননি আর্জেন্তাইন তারাকা। মিয়ামিতে সই করেন তিনি। আর্জেন্তাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ককে বরণ করে নিয়ে কোনও রকম দ্বিধাবোধ করেনি তারা। রাজকীয় ভাবে মেসিকে স্বাগত জানায় মিয়ামি।

Advertisements

ইন্টার মিয়ামিতে যোগ দিতেই রেকর্ড পর রেকর্ড গড়েছেন মেসি। তবে মেসি মিয়ামিতে যোগ দিতেই নিজের বাড়ি কেনার খোঁজ চালাচ্ছিলেন। সেই কথা মিয়ামির কর্তাদেরও জানিয়েছিলেন লিও। তারপরই আসরে নামেন মিয়ামির কর্তারা। অবশেষে মিসে আমেরিকায় নিজের বাড়িয় খোঁজ পেলেন এমএল টেন। যা দেখলে চোখ কপালে ওঠার মতো।

আমেরিকার এক অভিজাত স্থান ফোর্ট লডারডেলে বিশাল অট্টালিকা কিনলেন মেসি। তাও আবার একেবারে সমুদ্রের ধারে। মেসির বাড়ির ব্যালকনি এবং বাগান থেকেই সমুদ্র দেখা যাবে। কী নেই সেই বাড়িতে। সুমিং পুল থেকে শুরু করে, গ্যারাজ, বাগান সবই রয়েছে। বিশাল এই অট্টালিকার অন্দর মহলেও রয়েছে বেশ চমক। মোট ৮টি ঘর রয়েছে। এছাড়াও রয়েছে ৯টি শৌচাগার। সেই সঙ্গে রয়েছে তিনটি গাড়ি রাখা যায় এমন গ্যারাজ। এই অট্টালিকাটি মোট ১০,৫০০ বর্গফুট জায়গা জুড়ে রয়েছে।

মেসির নতুন এই বাড়িটি একেবারেই ডিআরভি পিএনকে স্টেডিয়মের কাছেই। অর্থাৎ যেখানে ইন্টার মিয়ামি দল অনুশীলন করে। ফলে স্টেডিয়ামের কাছ বাড়ি হওয়ায় যাতায়াতেও সুবিধা হবে। এই বিশাল বাড়িটি কিনতে মেসির খরচ পড়েছে ১০.৮ মিলিয়ন অর্থাৎ বাংলাদেশি টাকায় একশত দুই কোটি ছাব্বিশ লক্ষ । স্বাভাবিক ভাবেই এই মুহূর্তে হট টপিক কিন্তু মেসির এই নতুন বাড়িটি। ইতিমধ্যেই মেসির নতুন এই বাড়ির সামনে সমর্থকরা আসতে শুরু করেছেন। যদিও সেই জায়গাটি হাই প্রোফাইল জায়গা, তাও ভক্তরা একবার সামনে থেকে মেসির নতুন বাস ভবন চাক্ষুস করতে হাজির হচ্ছেন অনেকে।

যদিও মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেওয়ার পরই স্টেডিয়াম ভরতে শুরু করেছে। মিয়ামি ভক্তরা যে মেসিকে ভালোবেসে ফেলেছেন তা বলার অপেক্ষা রাখে না। এবার আমেরিকার মাটিতে বাড়ি কিনে মিয়ামি সমর্থকদের যে এক অন্য বার্তা দিলেন তা বলার অপেক্ষা রাখে না।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com