ভালুকায় বখাটে ছেলে জনির (২০) হাতে রুপিনা বেগম (৫৫) নামের এক মা খুন হয়েছেন। বুধবার (২৬ জুলাই) রাত আটটায় উপজেলার খারুয়ালী গ্রামে এই ঘটনাটি ঘটে।
ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, জনি বখাটে ও নেশাগ্রস্ত। নেশার টাকা না পেয়ে বটিদা দিয়ে বসত ঘরের বারান্দায় চেয়ারে বসে থাকা অবস্থায় তার মাকে ঘাড়ের বাম পাশে কুপ দিলে ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনার পর থেকে ঘাতক ছেলে পলাতক রয়েছে।
নিহত রুপিনা বেগম খারুয়ালী গ্রামের মৃত শাহাবুদ্দিন শাহুর স্ত্রী। রুপিনা বেগম চার সন্তানের জননী, তার স্বামীর মৃত্যুর পর বড় ছেলে সুজনের আয়ে সংসার চলে। বড় ছেলে সুজন পেশায় মাছ পরিবহণকারী গাড়ির শ্রমিক পুলিশ ঘটনা স্থল থেকে বটিদা উদ্ধার করে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ছেলেকে গ্রেফতারে অভিযান চলছে।
