এখন বর্ষাকাল।অন্যান্য সময়ের চাইতে, বর্ষাকালেই মানুষ এবং সাপের সাক্ষাৎ তুলনামূলক ভাবে বৃদ্ধি পেয়ে থাকে।বর্ষা মৌসুমে যারা পাহাড়ি অঞ্চলগুলোতে ঘুরতে যেতে আগ্রহী,এই বিষয়ে আপনাদের সতর্ক থাকা প্রয়োজন।
আমাদের দেশের পাহাড়ি অঞ্চলগুলোতে নির্বিষ সাপের পাশাপাশি, বেশকিছু বিষধর সাপেরও দেখা মেলে। তবে সতর্কতার সাথে চলাচল করলে, এদের থেকে বিপদের আশংকা অনেকটাই কমিয়ে আনা সম্ভব।পাহাড়ে ট্র্যাভেল করার সময়, পথ চলতি অবস্থায় সামনে কোন সাপ চলে আসলে ভয় না পেয়ে, এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন।
অহেতুক এদের কাছে যাবেন না বা মারার চেষ্টা করবেন না। দুর্ঘটনা বশত যদি কোন ট্র্যাভেলার বিষধর সাপের কামড়ে আক্রান্ত হন, তবে যত দ্রুত সম্ভব কাছাকাছি কোন সরকারি হাসপাতালে চলে যাবেন। সঠিক সময়ে চিকিৎসা গ্রহন করলে,সাপের কামড়ে আক্রান্ত রোগী দ্রুতই সুস্থ হয়ে ওঠে।
যদি সাপ বা অন্য কোন বন্যপ্রাণী কর্তৃক কোন সমস্যার সম্মুখীন হন, তবে Snake Rescue Team Bangladesh এর সাথে যোগাযোগ করতে পারেন।
পাহাড়ি অঞ্চলে দেখা যায় এমন কয়েকটি বিষধর সাপের ছবি এবং তাদের পরিচয় :

বাংলা নাম : দাগিলেজা সবুজ বোরা
বিষের ধরন : হেমোটক্সিন বিষ সমৃদ্ধ।

বাংলা নাম : শঙ্খিনী
বিষের ধরণ : নিউরোটক্সিন সমৃদ্ধ।

বাংলা নাম : বড় কাল কেউটে।
বিষের ধরন : নিউরোটক্সিন এবং মাইটোটক্সিন সমৃদ্ধ।

বাংলা নাম : ম্যাক্লেল্যান্ডের কোরাল সাপ
বিষের ধরণ : নিউরোটক্সিন সমৃদ্ধ।
বাংলাদেশে এই প্রজাতির সাপ খুবই কম দেখা যায়।এরা নিশাচর হওয়ায়,রাতেই এরা খাবারের সন্ধানে বের হয়ে থাকে।শুকনো পাতার নীচে,পাহাড়ের গর্তে এরা লুকিয়ে থাকতে পছন্দ করে।

বাংলা নাম : পদ্মগোখরা
বিষের ধরন : নিউরোটক্সিন এবং সাইটোটক্সিন সমৃদ্ধ।
সভাপতি, স্নেক রেসকিউ টিম বাংলাদেশ, https://www.facebook.com/raju2717 মোঃ রাজু আহমেদ: বর্তমান ঠিকানা: পাড়াগাঁও, হবিরবাড়ী, ভালুকা, ময়মনসিংহ। মোবাইল: 01780932717
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
