ময়মনসিংহের ভালুকায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সোয়া ৮টার দিকে পৌরসভার শেফার্ড গ্রুপের একটি গোডাউনে এ ঘটনা ঘটে।
পরে শনিবার ভোর ৬টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন নির্বাপণ করে।
সংশ্লিষ্টরা জানায়, কারখানাটি তাইওয়ান-বাংলাদেশ যৌথভাবে পরিচালিত হচ্ছে। এ কোম্পানির উৎপাদিত পণ্য সম্পূর্ণ বিদেশে রপ্তানি করা হয়। কারখানায় আগুন লাগার খবর পেয়ে প্রথমে ভালুকা স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে ময়মনসিংহ সদর, ত্রিশাল, কৃষি বিশ্ববিদ্যালয়, গফরগাঁও, শ্রীপুর ইউনিট যোগ দেয়। মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন সিনিয়র স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, কি কারণে আগুন লেগেছে তা তদন্ত স্বাপেক্ষে বলা যাবে। গোডাউনটিতে কোনো বৈদ্যুতিক সংযোগ ছিল না। যেহেতু এটি একটি তুলার গোডাউন,তাই আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে
