জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের ৪র্থ মৃত্যুবাষিকী উপলক্ষে ভালুকায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৪ জুলাই, শুক্রবার বিকালে উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে ভালুকা উপজেলা জাতীয় পার্টি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ওই দিবসটি পালিত হয়।
আলোচনা সভায় ভালুকা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক মোঃ হাফিজ উদ্দিন মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ ১১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম পিন্টু, ভালুকা উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি,আব্দুল হামিদ মাষ্টার,রফিকুল ইসলাম পাঠান, আসাদুজ্জামান বুলবুল কামাল হোসেন মেস্বার,এছাড়াও বক্তব্য রাখের মতিউর রহমান কাঞ্চন,উপজেলা জাতীয়পার্টির সদস্য এ.বি.সিদ্দিক, মোস্তাফিজুর রহমান মোস্তাক, জচাতীয় যুব সংহতির আহবায়ক মোঃ জয়নাল আবেদীন, ছাত্র সমাজের আহবায়ক মোঃ আশিকুর রহমান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ভালুকা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ফজলুল হক
আলোচনা সভা ও দোয়া মাহফিলের পর সাধারণ মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
