ময়মনসিংহের ভালুকায় শুক্রবার দুপুরে বাড়ির পাশের বিলের পানিতে ডুবে জাহিদ নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির উঠোনে খেলা করার সময় হঠাৎ পাশের তেতুলিয়া বিলে পড়ে ডুবে যায় জাহিদ ।
দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে তেতুলিয়া বিল থেকে তার লাশ উদ্ধার করে। নিহত জাহিদ ভালুকা উপজেলার ধীতপুর ইউনিয়ননের বাতে পুরুড়া গ্রামের আরমান আলীর ছেলে।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
