কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষায় মাত্র একজন পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। শুক্রবার (২৮ জুলাই) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টি নন-এমপিওভুক্ত। বিদ্যালয়টি ২০১৩ সালে প্রতিষ্ঠিত। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দুইজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন।
এর মধ্যে আবার একজন পরীক্ষায় অংশ গ্রহণ করেননি।
পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম বলেন, আমার প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত। এবার একজন এসএসসি পরীক্ষা দিয়েছে। তবে সে ফেল করেছে।
ওই শিক্ষার্থীর বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, বিস্তারিত পরে জানাতে পারব। বর্তমানে তার নামটি ভুলে গেছি।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. সামছুল আলম বলেন, এ সমস্ত স্কুলের বিষয়ে ব্যবস্থা নিতে বোর্ড বরাবর লিখিত আবেদন করা হবে।
