ঢাকাশনিবার , ১৪ জানুয়ারি ২০২৩
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

বিশ্বকাপে ব্রাজিলের হেরে যাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মুক্তাগাছায় বন্ধুদের ছুরিকাঘাতে এক যুবক খুন

বর্ণমেলা নিউজ
জানুয়ারি ১৪, ২০২৩ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের মুক্তাগাছায় কাতারে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে বন্ধুদের ছুরিকাঘাতে সোহাগ মিয়া (২৫) নামের এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

Advertisements

শুক্রবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ৯টার দিকে উপজেলার লেংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাগ একই উপজেলার জয়দা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কাতার ফুটবল বিশ্বকাপে নকআউট পর্বের কোয়ার্টার ফাইনালে ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার ম্যাচে ব্রাজিল হেরে যায়। ওইদিন ব্রাজিল হেরে যাওয়ায় নিহত সোহাগের সঙ্গে তারই বন্ধু তানভীর, জুবায়েরসহ অন্যদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। তবে ঘটনাটি তখনই স্থানীয়রা মীমাংসা করে দেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার উপজেলার লেংড়া বাজারে ইসলামি সভা চলছিল। রাতে সভার শেষ দিকে সোহাগ মিয়া সভাস্থলের কাছাকাছি যান। সেখানে তাকে একা পেয়ে তানভীর, জুবায়েরসহ বেশ কয়েকজন তার ওপর হামলা করে। এসময় ছুরিকাঘাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

ওসি আব্দুল মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত তানভীর ও জুবায়ের নামে দুই যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com