ফুটবল বিশ্বকাপ উন্মাদনায় গোটা বাংলাদেশই ভাগ হয়ে যায় দুই ভাগে। এক প্রান্তে যার ব্রাজিল, অপর প্রান্তে তার আর্জেন্টিনা।
Advertisements
সেই ভালোবাসার জোয়ার এবার বেশ ভালোভাবেই ঢেউ তুলেছে আলবিসেলেস্তে শিবিরে।
আকাশী সাদাদের প্রতি লাল সবুজের এই ভালোবাসার প্রতিদানও আর্জেন্টাইনরা দিচ্ছেন নানা মাধ্যমে। এবার সেই ধারাবাহিকতায় সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানুষদের আর্জেন্টিনাকে অকুণ্ঠ সমর্থ দেওয়ার জন্য ধন্যবাদ জানালেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি বলেছেন, ‘আমরা খুবই গর্বিত যে বাংলাদেশ থেকে এমন সমর্থন পাচ্ছি। অনেক বছর ধরে ম্যারাডোনা এবং এখন মেসির জন্য বিশ্বের অন্য জায়গায়ও আমাদের এমন সমর্থন আছে। দারুণ অনুভূতি।’
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
