ঢাকাসোমবার , ১৯ ডিসেম্বর ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

গোল্ডেন বল মেসি গোল্ডেন বল এম বাপ্পে, গোল্ডেন গ্লাবস মার্টিনেজ

বর্ণমেলা নিউজ
ডিসেম্বর ১৯, ২০২২ ১:১২ পূর্বাহ্ণ
Link Copied!

২০১৪ বিশ্বকাপেও টুর্নামেন্টের সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বল জিতেছিলেন লিওনেল মেসি। কিন্তু সেবার থাকতে হয়েছে পরাজিতের দলে।
৮ বছর পর ২০২২ সালে এসে বিশ্বকাপটাই জিতে নিলেন তিনি। সে সঙ্গে আবারও জিতলেন গোল্ডেন বল। ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে দ্বিতীয়বার গো

Advertisements

ল্ডেন বল উঠলো মেসির হাতে।
আর্জেন্টিনা আর্জেন্টিনা ৩(৪):

৩(২) ফ্রান্স ফ্রান্স | টাইব্রেকার
আরেকটি বিশ্বকাপের ফাইনালে তুলেছেন আর্জেন্টিনাকে। এবার আর স্বপ্নভঙ্গ নয়। বিশ্বকাপ জিতেই সব আক্ষেপ ঘুচিয়েছেন লিওনেল মেসি।

স্মরণীয় কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ গোল্ডেন বল জিতেছেন আর্জেন্টাইন অধিনায়কই। অন্যদিকে পুরো টুর্নামেন্টের পর ফাইনালেও পুরো ম্যাচে দুর্দান্ত কিছু সেভসহ টাইব্রেকারেও চোখ ধাঁধানো পারফরম্যান্সে গোল্ডেন গ্লাভস জিতেছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

ফুটবল-বিশ্বকাপ মেসির হাতে
হ্যাটট্রিক করেও ফাইনালের ট্র্যাজিক হিরো এমবাপে

হ্যাটট্রিক করেও ফাইনালের ট্র্যাজিক হিরো এমবাপে
গোল্ডেন বুটটা যখন হাতে তুলে নিলেন কিলয়ান এমবাপে, তখন তার মুখে হাসি থাকার কথা ছিল। কিন্তু এমবাপের মুখে হাসি নেই। বিষণ্ন। দ্বিতীয়বার বিশ্বকাপ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে এসে, দুর্দান্ত একেটি হ্যাটট্রিক করেও জিততে পারলেন না তিনি। বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক করেও পরাজিত নায়ক হয়েই থাকতে হলো তাকে।

ফুটবলে হ্যাটট্রিক বিরল একটি কৃতিত্ব। তার ওপর বিশ্বকাপের মত আসরে হ্যাটট্রিক মানে বিশেষ কিছু। সে জায়গায় বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক। এ তো অসাধারণ এক ব্যাপার। বিশ্বকাপের ফাইনালে ২০২২ সালের আগে একবারই কেবল হ্যাটট্রিকের ঘটনা ঘটেছিলো। ১৯৬৬ সালে।

১৯৬৬ সালের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন ইংল্যান্ডের জিওফ হার্স্ট। সেবার ইংল্যান্ড হারেনি। একবারই বিশ্বকাপ জিতেছিলো তারা। হার্স্টের হ্যাটট্রিকে সেবার পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়েছিলো ইংল্যান্ড।

দীর্ঘ ৫৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে হ্যাটট্রিক হলো। এবার হ্যাটট্রিক করলেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। অসাধারণ খেললেন। ফ্রান্সকে বারবার খাদের কিনারা থেকে টেনে তুলেছেন। কিন্তু শেষ রক্ষা করতে পারেননি।
টাইব্রেকারে হারতে হয়েছে ফ্রান্সকে। সে সঙ্গে হ্যাটট্রিক করে, গোল্ডেন বুট জিতেও পরাজিত দলে থেকে গেলেন এমবাপে। জিততে পারলে না বিশ্বকাপ ট্রফি। নিশ্চিত অর্থেই এমবাপেকে বলা যায়, ট্রাজিক হিরো।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com