ঝিনাইদহের পৌরসভা এলাকায় নিরাপদ সড়ক নিশ্চিতে মটরযান ও সড়ক আইন অমান্য সহ বিভিন্ন অপরাধে মটরযান ড্রাইভারদের এগারো(১১) মামলার বিপরীতে বারো(১২’৩০০/-)হাজার তিনশত টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম। রবিবার দুপুরে তিনি ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কে টিটিসি ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে এই ভ্রাম্যমান আদালত পরিচালোনা করেন। এসময় ঝিনাইদহ বিআরটিএ আঞ্চলিক কার্যালয়ের এডি মোঃ আতিয়ার রহমান, মটরযান পরিদর্শক ইন্জিনিয়ার এস এম সবুজ সহ টিআই গোলাম মোর্শেদ উপস্থিত ছিলেন। বিভিন্ন অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরিফুল ইসলাম, বিআরটিএ এর এডি মোঃ আতিয়ার রহমান সহ টিআই গোলাম মোর্শেদ সড়ক আইন সম্পর্কে জ্ঞাত করতে বিভিন্ন যান চালোকদের মাঝে লিফলেট বিতরণ করেন।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
