গাজীপুরের কাপাসিয়ায় গায়ে জ্বর নিয়ে আনারস কাটার সময় বটির ওপর পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে বারিষাব ইউনিয়নের গিয়াসপুর গ্রামের বাড়িতে মারা যান সেনাসদস্য মো. আশরাফুল আলমের স্ত্রী মোসাম্মৎ তাসমিনা (২৮)।
পারিবারিক সূত্র জানায়, চাকরিসূত্রে বগুড়া ক্যান্টনমেন্টে থাকেন তাসমিনার স্বামী আশরাফুল। বৃদ্ধা শাশুড়ি ও দুই সন্তান নিয়ে গ্রামেই থাকেন তাসমিনা। চার-পাঁচ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ছেলে আব্দুল্লাহ আল তামিমের পীড়াপীড়িতে আনারস কাটতে বটি নিয়ে বসেন তাসমিনা।
দুর্বল শরীর নিয়ে মাথা ঘুরে বটির ওপর পড়ে ওই নারীর গলা কেটে যায়। এ সময় শিশু ছেলেটি ছাড়া আর কেউ বাড়িতে ছিল না। পরে ছেলে তামিমের ডাকে আশপাশের লোকজন এসে তাসমিনাকে মৃত দেখতে পায়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম বলেন, এ ঘটনায় পরিবারের কোনো অভিযোগ নেই। যে কারণে বিষয়টি থানায় ডায়েরিভুক্ত করা হয়েছে।
