বৃহস্পতিবার ২৫ শে আগস্ট বিকাল ৫ ঘটিকায় মৌলভীবাজার জেলার শেখ রাসেল ইনডোর স্টেডিয়াম এ আয়োজিত active School Chess Champs এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়। সভার প্রধান অতিথি ছিলেন জনাব নেছার আহমেদ মাননীয় সংসদ, মৌলভীবাজার ৩, বিশেষ অতিথিবৃন্দ ছিলেন , জানাব মোঃ আজমল হোসেন, সহ-সভাপতি ,জেলা ক্রীড়া সংস্থা, মৌলভীবাজার।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জনাব সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম এন্ড অপস্), মৌলভীবাজার জেলা
বাংলাদেশ দাবা ফেডারেশন কর্তিক আয়োজিত দাবা খেলায় অংশগ্রহণ করেছেন মৌলভীবাজার জেলার ৫০ টি স্কুল এর ২৫০ জন ছাত্র-ছাত্রী।
বাংলাদেশ দাবা ফেডারেশন কর্তিক আয়োজিত খেলায়
চ্যাম্পিয়ন -দ্য বার্ড রেসিডেন্সিয়াল মডেল স্কুল, প্রথম রানার আপ -মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় ,
দ্বিতীয় রানার আপ টিম -ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
