বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ময়মনসিংহ জেলা শাখা অন্তর্গত ‘সরকারি নজরুল কলেজ’ ত্রিশাল শাখার আহবায়ক কমিটি মঙ্গলবার (০৫ জুলাই) ঘোষনা করা হয়েছে। এ আহবায়ক কমিটির অনুমোদন দেন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সাজ্জাদুল সজিব এবং সাধারন সম্পাদক আনোয়ার হোসেন মঞ্জু ।
Advertisements
উক্ত কমিটিতে আহবায়ক সায়েম খাঁন, যুগ্ম আহবায়ক ইসমাইল আকন্দ। সদস্য সচিব আরাফাত আলভী। যুগ্ম সদস্য সচিব শহীদুল ইসলাম লিখন। কার্যকরী সদস্যরা হলেন- ফয়সাল রনি, জাকিরুল ইসলাম, সাজ্জাদ হোসেন বকুল, লিমন আহমেদ, আল আমিন।
উক্ত কমিটিকে আগামী ১ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা ময়মনসিংহ জেলা কমিটিকে প্রেরণ করার নির্দেশনা দেওয়া হয়।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
