দীঘিনালায় চা-বিক্রেতার মাথা বিহীন লাশ উদ্ধার
মোঃ মহাসিন মিয়া/দীঘিনালা প্রতিনিধিঃ
খাগড়াছড়ির দীঘিনালার উপজেলার মেরুং ইউপির ৭ নং ওয়ার্ডের অধীনস্থ হাজাছড়া এলাকার রাস্তার পাশে মাথা বিহীন এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১০ জুন (শুক্রবার) ভোরে মেরুং হাজাছড়া এলাকায় রাস্তার পাশে মাথা বিহীন অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে অবগত করে স্থানীয়রা। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। সে একই এলাকার মৃত শফিউল্লাহ’র পুত্র। তার নাম জাহাঙ্গীর আলম বলে শনাক্ত করে স্থানীয়রা।
নিহতের স্ত্রী খাদিজা আক্তার জানান, গতরাতে দোকান বন্ধ করার পর তিনি বাসায় ফেরেননি। তার মুঠো ফোনে বেশ ক’বার কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়। পরে আজ ভোরে প্রতিবেশীরা মেরুং বাজার সংলগ্ন পুকুরের পাশে গ্রামীণ সড়কের ওপর তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি নিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে.এম পেয়ার আহম্মেদ জানান, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
