সিলেট, নেত্রকোনা, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক নদী ভাঙন আর প্রবল বন্যায় গৃহহীন, সহায় সম্বলহীন হয়ে পড়েছে অনেক মানুষ। পানিবন্দী মানুষগুলো দুর্বিসহ জীবনযাপন করছে। দেখা দিয়েছে বিপুল আকারে খাবারের সমস্যা। বিশুদ্ধ পানির অভাবে দেখা দিচ্ছে নানা রকমের পানিবাহিত রোগ।
বন্যার্ত মানুষগুলোর পাশে দাড়াতে হিউম্যান কেয়ার এসোসিয়েশন পক্ষ থেকে বন্যার্তদের জন্য উপজেলার বিভিন্ন যায়গা থেকে অর্থ সংগ্রহ করে যাচ্ছেন ত্রিশাল মহিলা কলেজ এর শিক্ষার্থী মোছাঃ জিনিয়া, কামরুন্নাহার লিমা, মনিরা আক্তার, মারুফা ইসলাম, সোনিয়া আক্তার।
হিউম্যান কেয়ার এসোসিয়েশন, হাত বাড়াও, পাশে দাড়াঁও, কে.ইউ.টি এবং রক্তদানে ত্রিশাল সংগঠন সম্মিলিত প্রচেষ্ঠায় বন্যার্তদের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে। সকলের সহযোগীতায় বন্যার্ত অসহায় মানুষগুলোর মাঝে ঔষধ আর শুকনো খাবারসহ ত্রাণসামগ্রী বিতরণ করবেন শীগ্রই।
