ময়মনসিংহের ত্রিশালে বালিপাড়া রোডে শালবন পরিবহনের মুখোমুখি সংঘর্ষে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বালিপাড়া থেকে ছেড়ে আসা শালবন পরিবহন বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে ত্রিশাল থেকে ছেড়ে যাওয়া একটি মটরসাইকেলকে মুখোমুখি মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।
Advertisements
নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে ত্রিশাল থানার এস আই নাজমুল আমিন বলেন, ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহী মারাগেছে, তাদের পরিচয় সানক্ত করতে চেষ্টা করা হচ্ছে।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
