আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নান্দাইল উপজেলা শাখার আয়োজনে: বর্ধিত ও অপরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৫ মে (সোমবার) বিকাল ৫:ঘটিকার সময় সংসদের নান্দাইল-স্ত বাসভবনে অনুষ্ঠিত বর্ধিত ও পরিচিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ- ৯ নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নান্দাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, পৌরসভার মেয়র রফিক উদ্দিন ভুঁইয়া।
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নান্দাইল উপজেলা শাখার: বর্ধিত ও পরিচিত সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নান্দাইল উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান রিপন। নান্দাইল উপজেলা শাখার স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফকির (সবুজ) এর সঞ্চালনায়: প্রারম্ভিক বক্তব্যে ৭১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেন, নান্দাইল উপজেলা শাখা, স্বেচ্ছাসেবক লীগ নব-নির্বাচিত সভাপতি কামরুজ্জামান রিপন, বিশেষ অতিথি হিসাবে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলার চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল, নান্দাইল আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন। তিনি নির্বাচিত কমিটির উদ্দেশ্য বলেন, কামরুজ্জামান রিপন ও হাসানুজ্জামান ফকির (সবুজ) অক্লান্ত পরিশ্রম করে নান্দাইল পৌরসভা সহ ১৩ টি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পূর্ণাঙ্গ কমিটি গঠনে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সংগঠন কে আরো এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
