উত্তরায় প্রাইভেট কারের ধাক্কায় অটো চালক ও যাত্রী নিহত
স্টাফ রিপোর্টারঃ
রাজধানীর উত্তরায় সিএনজিচালিত অটোরিকশার সাথে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশার চালক ও এক যাত্রীসহ দুজন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উত্তরা সিঙ্গারের মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
উভয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসার পর চালক মোহাম্মদ আলী এবং অজ্ঞাতনামা যুবককে মৃত ঘোষণা করেন।
উত্তরা পশ্চিম থানার পরিদর্শক (অপারেশন) পার্থ প্রতিম ব্রহ্মচারী এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি প্রাইভেটকার একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক ও অটোরিকশাতে থাকা একজন যাত্রী গুরুতর আহত হন। পরে তাদের ঢাকা মেডিক্যালে নিয়ে যাওয়া হলে সকাল ৯টার দিকে সে মারা যায়। তার মরা দেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে আছে। তিনি আরো বলেন, নিহত যাত্রীর পরিবার উত্তরা পশ্চিম থানায় এসেছে। তারা মামলার প্রস্তুতি নিচ্ছে। প্রাইভেট কার চালক বুলবুল আহম্মেদকে আটক করা হয়েছে।
