মধ্যনগরে ইয়াবাসহ গ্রেফতার-১
Advertisements
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার বিশেষ অভিযানে দেড় হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১জনকে গ্রেফতারে করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য ৩লক্ষ ৯২হাজার ৭শত টাকা।
৪ঠা এপ্রিল বুধবার বিকেলে ওসি জাহিদুল হকের নির্দেশনায় এসআই মাসুদ রানা নেতৃত্বে পুলিশ সদস্যের একটি বিশেষ দলের অভিযানে বংশীকুন্ডা উত্তর ইউপির সাউদপাড়া সামনে কাঁচা রাস্তা থেকে উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের গোলগাঁও গ্রামের আকবর আলীর পুত্র মোঃআব্দুস সত্তার (৪৬)কে গ্রেফতার করা হয়।
মধ্যনগর থানার ওসি মোঃ জাহিদুল হক নাজমূল জানান মধ্যনগরের ইতিহাসে এই প্রথম সবচেয়ে বেশী মাদক নিয়ে মাদক কারবারিকে ১হাজার ৩শ ৯পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক করতে সক্ষম হয়েছি। মামলা প্রস্তুতি চলছে।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
