রাষ্ট্রদ্রোহ আইনের ব্যবহার স্থগিত করেছে সুপ্রিম কোর্ট
আন্তর্জাতিক ডেস্কঃ
রাষ্ট্রদ্রোহ আইনে সব মামলার বিচার, আপিল ও প্রসিডিংস স্থগিত রাখার নির্দেশ দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট
প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এ রায় দিয়েছে। সূত্র-সিএনএন।
আজ বুধবার এ সংক্রান্ত শুনানি চলাকালে ভারতের কেন্দ্রীয় সরকার প্রথমে ঔপনিবেশিক আমলের আইনটির পক্ষে অবস্থান নেয়। পরে সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানান, রাষ্ট্রদ্রোহ আইন পুনর্বিবেচনা করা হচ্ছে। আদালত তখন এ আইনের ধারাগুলো পুনর্বিবেচনা ও পুনঃপরীক্ষা সম্পন্ন হওয়া পর্যন্ত এর আওতায় বিদ্যমান সব মামলার বিচার, আপিল ও প্রসিডিংসে স্থগিতাবস্থা বজায় রাখতে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেয়।
সুপ্রিম কোর্ট বেঞ্চ বলেছে, সরকারের পর্যালোচনা শেষ না হওয়া পর্যন্ত রাষ্ট্রদ্রোহ আইনে কোনো এফআইআর নিবন্ধন, তদন্ত পরিচালনা ও দমনমূলক পদক্ষেপ থেকে ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলো বিরত থাকবে বলে আদালত আশা করে।
বাক স্বাধীনতা ও বিরোধী মত দমনে রাষ্ট্রদ্রোহ আইনের অপব্যবহারের অভিযোগ রয়েছে ভারত সরকারের বিরুদ্ধে। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার দল বিজেপি ক্ষমতায় আসার পর থেকে রাষ্ট্রদ্রোহ আইনের প্রয়োগ বেড়েছে। মানবাধিকার কর্মী, সাংবাদিক ও সরকার বিরোধীদের মুখ বন্ধ করতে বিজেপি এ আইনটি ব্যবহার করছে।
সিএনএন।
