রাশিয়াকে দেয়া জ্বালানি নিষেধাজ্ঞা মানবে না ইউরোপের দুই দেশ
আন্তর্জাতিক ডেস্কঃ
সম্প্রতি রাশিয়ার ওপর দেয়া জ্বালানি নিষেধাজ্ঞা মানবে না ইউরোপের দেশ স্লোভাকিয়া ও হাঙ্গেরি। তারা রাশিয়ার ওপর দেয়া ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের নিষেধাজ্ঞা মানবে না কারণ তারা এই মুহূর্তে রাশিয়ার জ্বালানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। এছাড়া এই মুহূর্তে তাদের কাছে রাশিয়ার বিকল্প আর কোনো দেশ নেই।
গতকাল মঙ্গলবার (৩ মে) স্লোভাক অর্থনীতি মন্ত্রী রিচার্ড সুলিক বলেন, দেশের একমাত্র শোধক স্লোভনাফ্ট অবিলম্বে রাশিয়ান অপরিশোধিত তেল থেকে অন্য ধরনের তেলে সুইচ করতে পারবে না। প্রযুক্তিগত পরিবর্তন করতে কয়েক বছর সময় লাগবে। অতএব, আমরা নিশ্চিতভাবে সিদ্ধান্ত থেকে আমাদের অব্যাহতি দেয়ার জন্য জোর দেবো।
এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়নের কমিশনাররা নিষেধাজ্ঞার জন্য তাদের নতুন প্রস্তাব নিয়ে বিতর্ক করছেন, যার মধ্যে রাশিয়ান তেলের ওপর পর্যায়ক্রমে নিষেধাজ্ঞা আসতে পারে। ইউরোপের ২৭ সদস্যের দেশগুলোর বুধবার (৪ মে) এ বিষয়ে আলোচনা শুরু করার সম্ভাবনা রয়েছে। তবে তাদের মধ্যে স্লোভাকিয়া এবং হাঙ্গেরি থাকবে নাকি ছাড় পাবে তা স্পষ্ট নয়।
স্লোভাকিয়া সোভিয়েত যুগের সময় থেকে দ্রুজবা পাইপলাইনের মাধ্যমে রাশিয়ান তেলের ওপর প্রায় সম্পূর্ণ নির্ভরশীল। এছাড়া হাঙ্গেরিও রাশিয়ার তেলের ওপর অনেক বেশি নির্ভরশীল।
