ঢাকারবিবার , ১০ এপ্রিল ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

ভালুকায় নামাজরত অবস্থায় শতবর্ষী বৃদ্ধের মৃত্যু

বর্ণমেলা নিউজ
এপ্রিল ১০, ২০২২ ১:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় মসজিদে নামাজরত অবস্থায় মৃত্যু হয়েছে মো. কাইমুদ্দিন নামে শতবর্ষী এক বৃদ্ধের।

Advertisements

তিনি উপজেলার ডাকাতিয়া নামাপাড়া গ্রামের মৃত সাবেদ আলীর ছেলে।

শুক্রবার (৮ এপ্রিল) ভোরে ফজরের নামাজের সময় স্থানীয় নয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদে এ ঘটনা ঘটে। এলাকার ইউপি সদস্য মো. আজিজুল ইসলাম এ খবরের সত‍্যতা নিশ্চিত করেছেন।সিজদারত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

তিনি বলেন, কাইমুদ্দিন খুব গরিব মানুষ ছিলেন। তিনি তিন ছেলে ও চার মেয়ের বাবা। তবে এরই মধ্যে তার এক ছেলে মারা গেছেন।

এ বিষয়ে ডাকাতিয়া ইউনিয়নের কাজী আজহার আলী বলেন, কাইমুদ্দিন আমার মামাতো ভাই হন। প্রতি দিনের মত শুক্রবারও সেহরি খেয়ে তিনি নামাজ পড়তে মসজিদে আসেন। ওজু করে মসজিদে ঢোকেন এবং বলেন পেট ব্যথা করছে বলে জানান। এছাড়া তিনি শ্বাস কষ্টের রোগী ছিলেন। এসময় অবস্থা খারাপ হলে তার বাড়ি থেকে ইনহেলার আনিয়ে মুখে দিলে কিছুটা সুস্থ অনুভব করেন।

তিনি আরও বলেন, পরে তাকে জায়নামাজে বসিয়ে সবাই মিলে ফজরের নামাজ শুরু করি। এ সময় কাইমুদ্দিন বসেই ফরজ নামাজের নিয়ত করেন এবং নামাজরত অবস্থায় মারা যান। নামাজ শেষে সবাই তাকে মৃত অবস্থায় পাই। প্রায় ১০০ বছর বয়সেও তিনি নিয়মিত রোজা রাখতেন এবং মসজিদে এসে জামায়াতে নামাজ পড়তেন। তারা মৃত্যুতে আমি দীর্ঘদিনের একজন সাথীকে হারালাম। আল্লাহ যেন তাকে বেহেস্ত নসিব করেন।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com