ময়মনসিংহ ময়মনসিংহের ফুলপুরে মানবিক মানুষদের সহায়তায় ১৭৭ পরিবার পেলো ঈদ উপহার। সাংবাদিক শাহ নাফিউল্লাহ সৈকত ফুলপুরের যারা দেশ ও দেশের বাইরে থাকেন তাদের ও ফেসবুক বন্ধুদের আর্থিক সহযোগিতায় আজ বুধবার বেলা আড়াইটায় ফুলপুর ভূমি অফিস প্রাঙ্গণ থেকে এসব উপহার প্রদান করা হয়। উপহার হিসেবে প্রতিজনকে ১ কেজি করে বাসমতি পোলাও চাল, ১ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম মসুর ডাল, ৫০০ গ্রাম চিনি, ১ প্যাকেট লাচ্ছা সেমাই, ১টি লেমন সাবান ও ১টি বল সাবান প্রদান করা হয়েছে।
উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান কামু, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক মো. আবুল বাশার রাজন, ফুলপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শাফায়েত জামিল সাজু, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, আইএফআইসি ব্যাংকের শম্ভুগঞ্জ উপশাখার কর্মকর্তা আল মঈনুল হাসান, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, মো. আব্দুল মান্নান, আবু রায়হান, স্কাউট রাব্বি, মাহমুদুল হাসান প্রমুখ।
