পথ চলতে আঠারো যায়না থেমে প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কেক কাটা, বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তিনজন গুণিজনকে সম্মাননা ও আলোচনাসভার মধ্যদিয়ে দেশের জনপ্রিয় এই দৈনিকটির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
আলোচনা সভায় দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তারুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, ত্রিশাল সরকারি নজরুল একাডেমীর প্রধান শিক্ষক মেজবাহ উদ্দিন বিএসসি, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম, সাবেক সভাপতি খোরশেদ আলম মজিব, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনীতিক, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
