ঢাকারবিবার , ১৩ মার্চ ২০২২
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

ফেসবুকে কমেন্টের জেরে কাপাসিয়ায় ছুরিকাঘাতে নিহত ৩

বর্ণমেলা নিউজ
মার্চ ১৩, ২০২২ ৫:০৫ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর: গাজীপুরের কাপাসিয়ায় উপজেলার সম্মাননিয়য়া এলাকায় ফেইসবুক পোস্টে কমেন্টের জের ধরে দুই ভাইসহ ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ৪-৫ জন আহত হন।

Advertisements

শনিবার (১২ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে কাপাসিয়ার সম্মাননিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- কাপাসিয়া উপজেলার দক্ষিণগাঁও চরপাড়া এলাকার আলম হোসেনের দুই ছেলে ফারুক হোসেন (২৬) ও নাঈম হোসেন (১৮) ও একই এলাকার হিরণ মিয়ার ছেলে রবিন (২৪)।

পুলিশ জানায়, নারী নিয়ে ফেসবুক পোস্টে স্ট্যাটাস দেওয়া হয়। এর জের ধরে রাতে কাপাসিয়ার সন্মানিয়া এলাকার ও নরসিংদীর মনোহরদী এলাকার লোকজনের সঙ্গে সংঘর্ষ হয়। এক পর্যায়ে মনোহরদী এলাকার লোকজন ফারুক হোসেন, নাঈম হোসেন ও রবিন মিয়াকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসক ফারুক হোসেন ও নাঈম হোসেনকে মৃত ঘোষণা করেন। ওই সময় রবিনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে রবিন মারা যান।

কাপাসিয়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুর রউফ বাংলানিউজকে জানান, দুইজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এছাড়া এ ঘটনায় আরও ৪-৫ জন আহত হন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া  জানান, কাপাসিয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সকালে রবিন মিয়া মারা গেছেন।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com