ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ত্রিশাল হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
Advertisements
রবিবার বিকেলে ত্রিশাল পৌরসভার বাজারে ভোজ্যতেলের দাম বৃদ্ধি ও ধুমপান তামাক দ্রব্য নিয়ন্ত্রণে ৪টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মাঝে দরিরামপুর বাসষ্ট্যন্ড এলাকায় সিগেরেট বিজ্ঞাপন জুলানোর দায়ে ১হাজার করে ২ হাজার অপর দুটি মামলায় ত্রিশাল পৌর বাজারের মোদকপট্টী তেল বেশি টাকায় বিক্রি করায় ৫হাজার করে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, স্যানিটারি ইন্সপেক্টর এবি ছিদ্দিক, তামাক দ্রব্য নিয়ন্ত্রন সংস্থা এর ফিল্ড অফিসার মিজানুর রহমান। ত্রিশাল থানা পুলিশ ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ বিষয়ে সহকারী কমিশনার বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে এ অভিযান চলমান থাকবে।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
