ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
(১৭-২০)গ্রেডের কর্মচারী ইউনিয়ন ২০২২ সালের নব-নির্বাচিত কমিটি বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. সৌমিত্র শেখরকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
১৬ মার্চ (বুধবার) দুপুরে বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সলর অফিস কক্ষে কমিটি সভাপতি আঃ রাজ্জাক, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের নেতৃত্বে এই শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, কমিটির সহ-সভাপতি মোঃ হাদী টুটুল,যুগ্ম সম্পাদক মোঃ আল মামুন,
সাংগঠনিক সম্পাদক আকরাম হোসাইন,কোষাদক্ষ আনিসুর রহমানসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
পরে বিশ্ববিদ্যালয় অন্যান্য কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
জানাযায়, গত ১০ মার্চ বৃহস্পতিবার
জাতীয় কবি কাজী নজরুল ইমলাম বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের তৃতীয় তলায় কনফারেন্স কক্ষে (১৭-২০) গ্রেডের কর্মচারী ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়।
এই নির্বাচিত কমিটিকে বিশ্ববিদ্যালয়ের (১১-১৬)গ্রেডের কর্মচারী ইউনিয়ন অভিনন্দন জানিয়েছেন।
