ময়মনসিংহের ভালুকায় হবিরবাড়ী মাধুর ভিটা তাহযিবুল উম্মাহ কওমী মাদ্রাসারা পাশ থেকে একটি মহাবিপন্ন শকুন পাখি উদ্ধার করা হয়েছে। মাদ্রাসার শিক্ষাক শকুনটি উদ্ধার করে নিজ হেফাজত হইতে ৮ই জানুয়ারি রবিবার রাতে মোঃ সোহাগ, কাজল, শরিফসহ স্থানীয়দের কাছে শকুনটিকে হস্তান্তর করে। সোহাগ বলেন, মাদ্রাসার শিক্ষাক শকুনটি উদ্ধার করে স্থানীয় লোকজনের কাছে হস্তান্তর করে ।
পরে আমি বন বিভাগকে খবর দেয় এবং চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু ও ওয়ার্ড মেম্বার মোঃ খলিলুর রহমানকে সঙ্গে নিয়ে বন বিভাগের কাছে হস্তান্তর করি। এসময় খবর পেয়ে শকুনটি দেখতে ভিড় জমায় শত শত লোক। স্থানীয় বাসিন্দা শরিফ বলেন, লোকালয়ে এখন তো শকুন দেখাই যায় না। শকুনটি উদ্ধারের সময় খুবই দুর্বল ছিল। দাঁড়াতে পারছিল না ঠিকমতো। দ্রুত চিকিৎসা দিয়ে শকুনটিকে অবমুক্ত করা হবে, প্রত্যাশা তাঁর।
বন বিভাগের হবিরবাড়ী বিটের বিট কর্মকর্তা আবু হাসেম চৌধুরী বলেন, হয়তো খাবারের খোঁজে শকুনটি এই অঞ্চলে চলে এসেছে। শকুনটি অসুস্থ। শকুনটি অসুস্থতার কারণে উড়তে পারছিল না। পরে গ্রামবাসীর সহায়তায় বন বিভাগের লোকজন শকুনটি উদ্ধার করেন। চিকিৎসা দিয়ে সুস্থ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেবেন।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
