সারাদেশে দুইশ স্থানে লেগেছে আগুন
নিজেস্ব প্রতিবেদকঃ
ইংরেজি নববর্ষ উদযাপনে থার্টি ফার্স্ট নাইটে ওড়ানো ফানুস ও আতশবাজিতে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুনের ঘটনা ঘটেছে।
এছাড়াও ৯৯৯ ও ফায়ার সার্ভিসে ২০০ স্থান থেকে আগুনের সংবাদ ইংরেজি নববর্ষ উদযাপনের রাতে সারাদেশ থেকে প্রায় ২০০ স্থানে আগুন লাগার সংবাদ এসেছে জরুরি সেবা ৯৯৯ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের কাছে।
প্রায় অর্ধশতাধিক স্থানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গিয়েছে। ঢাকায় ৬টি স্থানে ফায়ার সার্ভিস কাজ করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাজধানীর মোহাম্মদপুর, মিরপুর, লালবাগ, তেজগাঁও, ডেমরা সূত্রাপুর, উত্তরা, ধানমন্ডি, রায়েরবাগ থেকে আগুন লাগার সংবাদ এসেছে।
আগুনের ঘটনায় দগ্ধ অনেকেই উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
