হাজীগঞ্জে সড়ক দূর্ঘটায় নিহত-৩
Advertisements
চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় আজ শুক্রবার বাস চাপায় ৩ যুবক নিহত হয়েছে। দুপুর ১টার দিকে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ধেররা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার বেলাস্বর গ্রামের মনির হোসেন (৩০), সুজন (৩০)
সোহাগ (৩৫)।
স্থানীয়রা জানায়, দুপুরে ৬ বন্ধু চাঁদপুরের একটি বিনোদন পার্কে মোটর বাইকে বেড়াতে যাইতেছিল। এ সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা কুমিল্লাগামী একটি বাসের চাপায় তিন জনের মৃত্যু হয়।
হাজীগঞ্জ ওসি হারুনুর রশিদ বলেন, ঘটনা স্থলে ২ জন এবং হাসপাতালে নেওয়ার পথে আরও ১ জনের মৃত্যু হয়। বাসটি আটক করা হয়েছে।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
