স্ত্রী-শিশু সন্তানকে হত্যা-স্বামী আটক
নরসিংদী প্রতিনিধিঃ
পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শিশু সন্তানকে গলাকেটে হত্যা করেছে স্বামী। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী ফখরুল মিয়াকে আটক করেছে পুলিশ।
নরসিংদী শহরের ঘোড়াদিয়ার সঙ্গীতা এলাকায় সোমবার দিবাগত রাঁত ৩ টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, স্ত্রী রেশমী আক্তার (২৬) ও তার দেড় বছরের শিশু সন্তান সালমান সাফায়াত।
নিহতের বাবা পারভেজ মিয়া বলেন, দুই বছর আগে পারিবারিক ভাবে পৌর শহরের ঘোড়াদিয়া সঙ্গীতা এলাকার মোঃ সাইফুল্লার ছেলে ফখরুলের সাথে বিয়ে হয় রেশমীর। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন রেশমীর উপর শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন চালাতো। এরই মধ্যে তাদের কোল জুড়ে ফুটফুটে একটি ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু নির্যাতন বন্ধ হয়নি।
সদর থানার ওসি সওগাতুল আলম বলেন, ফখরুলকে আটক করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন।
