সৌদিতে তাবলিগ নিষিদ্ধের খবরটি ভুয়া!
অনলাইন ডেক্সঃ
কিছু গণমাধ্যমে কয়েকদিন ধরে বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, সৌদি আরবে তাবলীগ জামাত ও তার সব ধরনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সেখানে জুমার খুতবায় তাবলীগের বিরুদ্ধে সতর্ক করতে নির্দেশ দেয়া হয়েছে। জানাগেছে, তাবলীগ জামাতের বিরুদ্ধে করা এমন প্রতিবেদন পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন।
এসকল গণমাধ্যমে যে দাবি করা হয়েছে, তার স্বপক্ষে সৌদি বা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ বা পশ্চিমা বিশ্বের গণমাধ্যমে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি। প্রকৃতপক্ষে সৌদি আরবের ইসলামিক অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রণালয় আল-আহবাব নামের একটি গ্রুপের প্রচার-প্রচারণার বন্ধ রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছে, যা কোনোভাবেই বর্তমানে প্রচলিত ইসলামের দাওয়াত প্রদানকারী দল তাবলিগ জামাত নয়।
ভারতের বিখ্যাত ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলূম দেওবন্দ সৌদি আরবের ইসলাম ধর্মপ্রচারক আন্দোলনকে নিষিদ্ধ করার কথিত প্রতিবেদনের নিন্দা জানিয়েছে।
গত বছর করোনা হানা দেয়ার প্রাক্কালে ভারত সরকার তাবলীগ জামাতকে সে দেশে করোনা ছড়ানোর জন্য দায়ী করেছিল। এ সময় দেশটির গণমাধ্যমে তাবলীগসহ বিরুদ্ধে ঘৃণামূলক প্রচারণা শুরু হয়।
ভুল তথ্য ও ষড়যন্ত্রের তত্ত্বে গণমাধ্যম সয়লাব হয়ে যাওয়ায় কোথাও কোথাও মুসলিমদের সামাজিক বয়কটের আহ্বান জানানো হয়েছিল।
