সোনাইমুড়িতে জবি ছাত্রীর মৃত্যু-চালক আটক
মোঃ রাসেদ শহীদ/নোয়াখালী প্রতিনিধিঃ
সোনাইমুড়ীতে ট্রাক চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাংবাদিকতা বিভাগের ছাত্রী মিতুর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত ঘাতক ট্রাক চালক মোঃ সাহাব উদ্দিন (২৪)কে আটক করেছে পুলিশ। কুমিল্লার চৌদ্দগ্রামের বাতিসা ইউপির কালিকাপুর গ্রামের মোঃ বেলালের ছেলে।
স্থানীয় সূত্রে জানাযায়, মিতু দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সোনাইমুড়ী পৌরসভার হাইওয়ে রাস্তা পার হওয়ার সময় নোয়াখালীগামী ইট বোঝাই ট্রাক চাপায় সে ঘটনাস্থলেই মারা যায়। ঘটনার পরপরই চালক পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা ঘাতক ট্রাকটি আটক করে।
সোনাইমুড়ী ওসি তদন্ত মোঃ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আটক সাহাব উদ্দীনকে রোববার সকালে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৩তম আবর্তনের (২০১৬-১৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থী ছিল। মিতু সোনাইমুড়ীর ৭নং বজরা ইউপির শিলমুদ জমদ্দার ভূঁইয়া বাড়ীর মর্তুজা ভূঁইয়ার কন্যা।
