ঢাকাবুধবার , ১৫ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা

অনলাইন ডেস্কঃ
ডিসেম্বর ১৫, ২০২১ ৮:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে রকেট হামলা

Advertisements

বর্ণমেলা ডেক্সঃ

সিরিয়ার একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে চারটি রকেট হামলা চালানো হয়েছে। এ ছাড়াও পূর্বাঞ্চলীয় দেইর ইজ-জোর প্রদেশের ওমর তেলক্ষেত্রে অবস্থিত ঘাঁটিতে চারটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সোমবার বিকেলে এসকল বিস্ফোরণের ঘটনা ঘটে।

সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার বিদ্রোহীদের এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ)-এর প্রতি সমর্থন দিয়ে আসছে আমেরিকান নেতৃত্বাধীন বাহিনী।

২০১৪ সাল থেকে ইসলামিক স্টেট (আইএস) এবং আল-নুসরা ফ্রন্টের বিরুদ্ধে যুক্তরাজ্য, ফ্রান্স, জর্ডান, তুরস্ক, কানাডা, অস্ট্রেলিয়া যুদ্ধে অংশগ্রহণ করে। ২০১৭-১৮ সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এর অংশীদাররা সিরিয়ার সরকার এবং তার মিত্রদের ওপর বিমান হামলা ও সামরিক অভিযান অব্যাহত রাখে।

২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে ফ্রি সিরিয়ান আর্মির বিদ্রোহীদের সহায়তা করেছিল। তারা খাদ্য, রেশন ও পিকআপ, ট্রাক ইত্যাদি সরবরাহ করত।

কমপক্ষে দুটি মার্কিন কর্মসূচি সিরিয়ার বিদ্রোহীদের সহায়তা করার চেষ্টা করে আসছে। যার মধ্যে ২০১৪ পেন্টাগন কর্মসূচি একটি। এ কর্মসূচির আওতায় ১৫ হাজার বিদ্রোহীকে আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রশিক্ষণ ও সজ্জিত করার পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র।

কর্মসূচিতে ৫শ মিলিয়ন ডলার খরচ করার পরে মাত্র কয়েক ডজন যোদ্ধা তৈরি হয়। ২০১৫ সালে কর্মসূচিটি বাতিল করা হয়। পরে সিআইএ পরিচালিত টিম্বার সাইকামোর নামক একটি কর্মসূচিতে এক বিলিয়ন ডলার খরচ করে যুক্তরাষ্ট্র।

কিন্তু রুশ বোমা হামলার ফলে পরিকল্পনাটি ধ্বংস হয়ে যায়। ফলে ট্রাম্প প্রশাসন কর্তৃক ২০১৭ সালের মাঝামাঝি সময়ে তা বাতিল করে। মূলত নানামুখি কূটনৈতিক হিসাব নিকাশে ইরান, রাশিয়া, তুরস্কও সিরিয়ায় যুদ্ধরত। সূত্র-এবিএনএ নিউজ।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com