শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে কুয়েট বন্ধ ঘোষণা
স্টাফ রিপোর্টারঃ
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সেলিমের মৃত্যুর ঘটনার প্রতিবাদে দোষীদের চিহ্নিত করে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিসহ ৪ দফা দাবীতে একাডেমিক কার্যক্রম বর্জন করেছে শিক্ষক সমিতি। বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দুপুরে প্রতিবাদ সমাবেশ থেকে কুয়েট ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানান শিক্ষকরা।
কুয়েটে লাঞ্ছিত শিক্ষকের মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভুত উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষিতে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকাল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে সকালে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সভাপতিত্ব করেন ভিসি অধ্যাপক কাজী সাজ্জাদ হোসেন।
সূত্র জানায়, গত মঙ্গলবার দুপুরে কুয়েট শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ সেলিম হোসেনকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রলীগ নেতা অপমান-অপদস্ত করে। এর পরপরই বাসায় ফিরে তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। এ মৃত্যুতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষকও শিক্ষার্থীরা।
