রাজধানীতে বিএনপির বিজয় র্যালি- খালেদা জিয়ার মুক্তির দাবি
অনলাইন ডেক্সঃ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে রাজধানীতে র্যালি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ রোববার দুপুর দুইটায় দিকে এ র্যালি শুরু হয়।
সংগঠনটির নয়াপল্টন কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শান্তিনগর মোড় হয়ে ফকিরাপুল ঘুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হবে।
র্যালিতে অংশ নেওয়া হাজারো নেতাকর্মী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে নিয়ে সুচিকিৎসার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এক পর্যায়ে বিজয় মিছিল অনেকটাই খালেদা জিয়ার মুক্তির মিছিলে পরিণত হয়।
বিএনপি নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও বিভিন্ন রকম ফেস্টুন হাতে নিয়ে প্রিয় নেত্রীর মুক্তির দাবি জানিয়েছেন।
অস্থায়ী মঞ্চে উপস্থিত ছিলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
