মার্কিন পুলিশের গুলিতে সাত বছরে সাড়ে সাত হাজার নিহত
অনলাইন ডেক্সঃ
যুক্তরাষ্ট্রে সাত বছরে পুলিশের গুলিতে সাড়ে সাত হাজার জন নিহত হয়েছে। অর্থাৎ ২০১৩-২০১৯ সাল পর্যন্ত। সূত্রঃ টিআরটি ওয়ার্ল্ড (তুরস্কের সংবাদমাধ্যম), ওয়াশিংটন পোস্ট।
যুক্তরাষ্ট্রের পুলিশের বিচার বহির্ভূত হত্যা এবং নৃশংসতা নিয়ে সারা বিশ্বেই ব্যাপক ক্ষোভ রয়েছে। সাম্প্রতিক বছর গুলোতে মার্কিন পুলিশের হাতে বিচার বহির্ভূতভাবে কৃষ্ণাঙ্গ হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বহু প্রতিবাদ-বিক্ষোভও হয়েছে।
তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে ২০২০ সালের ১ জুন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ২০১৩ সালে ১ হাজার ১শ ৬জন, ২০১৪ সালে ১ হাজার ৫০ জন, ২০১৫ সালে ১ হাজার ১শ ৩ জন, ২০১৬ সালে ১ হাজার ৭১ জন, ২০১৭ সালে ১ হাজার ৯৫ জন, ২০১৮ সালে ১ হাজার ১শ ৪৩ জন এবং ২০১৯ সালে ১ হাজার ৯৮ জন নিহত হয়েছে পুলিশের গুলিতে। গড় প্রাণহানির সংখ্যা প্রায় ১ হাজার ১শ জন।
ওই সময়কালে যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ১৩ শতাংশ কৃষ্ণাঙ্গ নাগরিক অসম হারে পুলিশের গুলিতে নিহত বা আহত হয়েছেন, যা একইভাবে হতাহত শ্বেতাঙ্গদের চেয়ে অন্তত তিনগুণ বেশি। অবশ্য বছরের পর বছর ধরে চলা মার্কিন পুলিশের এই নৃশংসতা ও বর্বরতার কারণে বাহিনীটির সংস্কার দাবিতে বহুবার বিক্ষোভ হয়েছে, এমনকি বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে বিতর্কও।
