মার্কিন চার কর্মকর্তার বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা
অনলাইন ডেক্সঃ
যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তার বিরুদ্ধে মঙ্গলবার নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন। জিনজিয়াং ইস্যুতে চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন পদক্ষেপের পর বেইজিং এই নিষেধাজ্ঞা জারি করলো। নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তারা যুক্তরাষ্ট্র সরকারের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশনে কর্মরত। সূত্র-আল জাজিরা।
জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে জিনজিয়াং থেকে পণ্য আমদানি নিষিদ্ধ করেছে যুক্তরাষ্ট্র। চীন এসব অভিযোগ অস্বীকার করেছে।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, নিষেধাজ্ঞার আওতায় থাকা মার্কিন কর্মকর্তারা হলেন, মার্কিন ধর্মীয় স্বাধীনতা কমিশনের চেয়ারওম্যান নাদিন মায়েনজা, ডেপুটি চেয়ারম্যান নুরি টুরকেল, সদস্য অনুরিমা বারগাভা ও জেমস কার।
তিনি আরো বলেন, তারা চীনের মূল ভূখণ্ড, হংকং ও ম্যাকাউ সফর করতে পারবেন না। চীনে থাকা তাদের যে কোনও সম্পদ বাজেয়াপ্ত করা হবে। চীনের এই চার কর্মকর্তার কোনও সম্পদ আছে কিনা তা নিশ্চিত করেননি এই মুখপাত্র। সূত্র-আল জাজিরা।
