ব্রাহ্মণবাড়িয়ায় দুর্বৃত্তদের গুলিতে নিহত১, আহত-১
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে দুর্বৃত্তদের গুলিতে বাদল সরকার নামে একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ ডিসেম্বর) রাঁত ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনায় বর্তমান চেয়ারম্যান আবুল কাসেমের ছেলে এরশাদুল হক গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার রাঁতে এরশাদুল হক পাশের গ্রামের ওয়াজ-মাহফিল থেকে মোটরসাইকেলে যোগে বাড়ি ফিরছিলেন। পথে কুড়িঘর গ্রামের নান্দুরা বাজারে খায়েশ মেম্বারের বাড়ির সামনে পৌঁছালে দুর্বৃত্তরা তার মোটরসাইকেল লক্ষ্য করে গুলি করে। এতে বাদল সরকার নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান ও এরশাদুল হক গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা এরশাদুল হককে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
হাসপাতালের চিকিৎসক ডা. আলী হায়দার জানান আহতের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
