ঢাকামঙ্গলবার , ৭ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

বোমা তৈরিকালে বিস্ফোরণে নিহত এক

স্টাফ রিপোর্টারঃ
ডিসেম্বর ৭, ২০২১ ৩:২৯ অপরাহ্ণ
Link Copied!

বোমা তৈরিকালে বিস্ফোরণে নিহত এক

Advertisements

বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল ফারিহা পার্কের পরিত্যক্ত টিনের ঘরে বোমা তৈরিকালে বিস্ফোরণে গুরুতর আহত হারুন হাওলাদার (৪৫) মারা গেছেন।

সোমবার (৬ ডিসেম্বর) ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়। নিহত হারুন হাওলাদার বার্থী ইউনিয়নের বেজগাতী গ্রামের মৃত বারেক হাওলাদারের ছেলে।

সালাউদ্দিন হাওলাদার বলেন, হারুনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে গৌরনদীতে এনে পারিবারিক কবস্থানে দাফন করা হবে।

মামলার বাদী উপ-পরিদর্শক ইমাম হোসেন বলেন, এ ঘটনায় যারা জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গ, গত ৩ ডিসেম্বর রাতে ফারিহা পার্কের পশ্চিম পাশের পরিত্যক্ত ঘরে বোমা তৈরিকালে বিস্ফোরণে হারুনের দুই হাত কনুই পর্যন্ত উড়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা রায়হান ও কাওছার আহত হয়।

এ ঘটনায় রবিবার দুপুরে এসআই ইমাম হোসেন বাদি হয়ে ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও চার জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করেন। এ মামলায় পার্কের পরিচ্ছ্নতাকর্মী আবদুর রহমান মীরকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com