ঢাকাবৃহস্পতিবার , ৯ ডিসেম্বর ২০২১
  1. অন্যান্য
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আর্ন্তজাতিক
  5. ইসলাম
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলাধুলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. জানা অজানা
  12. টিপস
  13. ঢাকা
  14. তথ্য ও প্রযুক্তি
  15. দুর্ঘটনা
সর্বশেষ সবখবর

বৈদ্যুতিক তার থেকে পড়ে প্রাণ গেলো দুই শিশুর

স্টাফ রিপোর্টারঃ
ডিসেম্বর ৯, ২০২১ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

বৈদ্যুতিক তার থেকে পড়ে প্রাণ গেলো দুই শিশুর

Advertisements

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির তারে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু হলো-কালইর দীঘিপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে সজীব (১০) ও মিঠুর কন্যা লামিয়া (৯)। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সেলিম রেজা।

স্থানীরা জানান, কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ এর সংযোগ লাইন স্থাপনের কাজ চলাকালে বৈদ্যুতিক তার ধরে দুই শিশু ঝুলাঝুলি খেলছিল। বিষয়টি নির্মাণাধীন শ্রমিকরা লক্ষ্য করে দুই শিশুকে সেখান থেকে সরে যেতে বলে। তারপরও তারা তার ধরে ঝুলতে থাকে। এ অবস্থায় মেশিনের মাধ্যমে সেই তার বৈদ্যুতিক খুঁটিতে স্থাপন করা শুরু হয়। এতে বৈদ্যুতিক তারগুলো ওপরের দিকে উঠতে থাকে। এ সময় দুই শিশু দুটি তারে ঝুলতে থাকে।

অনেক বেশি ওপরে উঠে গেলে দুজনেরই তার থেকে হাত ছুটে নিচে শক্ত জমিতে আছড়ে পড়ে এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

নাচোল থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Advertisements

  বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়। ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫, E-mail: bornamela03@gmail.com