বৈদ্যুতিক তার থেকে পড়ে প্রাণ গেলো দুই শিশুর
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলায় নির্মাণাধীন বৈদ্যুতিক খুঁটির তারে খেলতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু হলো-কালইর দীঘিপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে সজীব (১০) ও মিঠুর কন্যা লামিয়া (৯)। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নাচোল থানার ওসি সেলিম রেজা।
স্থানীরা জানান, কালইর গ্রামের সাবাইতাড়া এলাকায় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ এর সংযোগ লাইন স্থাপনের কাজ চলাকালে বৈদ্যুতিক তার ধরে দুই শিশু ঝুলাঝুলি খেলছিল। বিষয়টি নির্মাণাধীন শ্রমিকরা লক্ষ্য করে দুই শিশুকে সেখান থেকে সরে যেতে বলে। তারপরও তারা তার ধরে ঝুলতে থাকে। এ অবস্থায় মেশিনের মাধ্যমে সেই তার বৈদ্যুতিক খুঁটিতে স্থাপন করা শুরু হয়। এতে বৈদ্যুতিক তারগুলো ওপরের দিকে উঠতে থাকে। এ সময় দুই শিশু দুটি তারে ঝুলতে থাকে।
অনেক বেশি ওপরে উঠে গেলে দুজনেরই তার থেকে হাত ছুটে নিচে শক্ত জমিতে আছড়ে পড়ে এবং গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।
নাচোল থানার ওসি সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
