অনলাইন ডেক্সঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ উপদেষ্টার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মঙ্গলবার বিকেলে তিনি এই পদত্যাগপত্রটিও গ্রহণ করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ।
গত সোমবার রাঁতে প্রধানমন্ত্রী পাঁচজনের চারজনকে গণভবনে ডেকে পদত্যাগ করার আহ্বান জানান। তাঁরা রাঁতেই প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। আজ মসিউর রহমান পদত্যাগ করেন।পুরোনোদের মধ্যে আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী ও প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক বহাল আছেন।
পদত্যাগ করা পাঁচজন হলেন জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং সমাজকল্যাণ উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনীতিবিষয়ক উপদেষ্টা আলাউদ্দিন আহমেদ।
নতুন যোগ দেওয়া চার উপদেষ্টাসহ এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টার সংখ্যা ছয়। নির্বাচনকালীন সরকার গঠনের পর নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টারা হলেন সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ। এই চারজনকে এখনো সুনির্দিষ্ট কোনো দায়িত্ব দেওয়া হয়নি।
