নান্দাইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
Advertisements
এইচএম সাইফুল্লাহ্/নান্দাইল প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে পানিতে ডুবে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু কন্যা শিশুর নাম মোছাঃ মরিয়ম (৪)। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নান্দাইল পৌর সদরের আচারগাঁও মাদ্রাসা সংলগ্ন এ ঘটনা ঘটে। নিহত মরিয়ম ওই এলাকার গোলাপ মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানাযায়, মঙ্গলবার সকালে পরিবারের অজান্তে শিশুকন্যা মরিয়ম বাড়ির পাশে খেলা করতে গিয়ে মরিয়ম পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ মরিয়মের মা শিরিনা বেগম তার মেয়েকে তার কাছে না দেখতে পাওয়ায় অনেক খোঁজাখুঁজি করে বাড়ির পাশে পুকুরে মেয়েকে ভাসে থাকতে দেখেন।
পরে উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মরিয়মকে মৃত্যু ঘোষণা করেন।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
