ট্রেনে কাটা পড়ে তিন ভাইবোনসহ
নিহত-৪
Advertisements
নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারী সদরে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছে। আজ বুধবার (০৮ ডিসেম্বর) সকালে সদরের বউবাজার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ৮ বছরের লিমা আক্তার, ৭ বছরের মিনা আক্তার, ৪ বছরের মোমিনুর রহমান ও ৩০ বছরের শামীম হোসেন। এদের মধ্যে লিমা, মিনা ও মোমিনুর ভাইবোন।
নিহতদের সবার বাড়ি সদর উপজেলার কুন্ডপুকুর ইউনিয়নের বৌবাজারে।
স্থানীয়রা জানান, নিহত ৩ শিশু সকালে রেললাইনে বসে রোদ পোহাচ্ছিলেন আর খেলছিল। এ সময় খুলনাগামী একটি ট্রেন আসতে দেখে শামীম তাদের লাইন থেকে সরাতে যান এবং ৪ জনেরই ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়।
রেলওয়ে থানার ওসি আব্দুর রহমান বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
Advertisements
বর্ণমেলা প্রিন্টার্স এন্ড ক্রেস্ট গ্যালারী
আমাদের সেবা সমূহ:- ক্রেস্ট, সম্মাননা স্মারক, মগ, মেডেল, আইডি কার্ড, ভিজিটিং কার্ড, ক্যালেন্ডার, পোস্টার, পিভিসি ব্যানার, ষ্টিকার সহ সকল প্রকার ছাপার কাজ করা হয় এবং সকল প্রকার সীল তৈরি ও যে কোন অনুষ্ঠানের গেঞ্জী, টিশার্ট প্রিন্ট করা হয়।
ঠিকানা: সিডষ্টোর বাজার, ভালুকা, ময়মনসিংহ, মোবাঃ ০১৭১৫২৫৩৩৮৫,
E-mail: bornamela03@gmail.com
