টেলিফোনে হুমকি বিনিময় করলেন বাইডেন-পুতিন!
আন্তর্জাতিক ডেক্সঃ
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ফোনে সতর্ক করে বলেছেন, রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হলে মার্কিন যুক্তরাষ্টের সাথে রাশিয়ার সম্পর্ক সম্পূর্ণ ভেঙে যেতে পারে।
বৃহস্পতিবার বাইডেনের সঙ্গে ঘন্টাব্যাপী দ্বিতীয়বারের মতো ফোন কলে পুতিন বলেন, এই ধরনের নিষেধাজ্ঞা দিলে তা হবে বড় ভুল। সূত্র-বিবিসি।
বাইডেন পুতিনকে বলেছেন, ইউক্রেনে যে কোনো আক্রমণের জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা চূড়ান্ত প্রতিক্রিয়া জানাবে। রাশিয়া অবশ্য ইউক্রেনে আগ্রাসনের পরিকল্পনার কথা অস্বীকার করেছে।
ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রাশিয়া ইউক্রেন সীমান্তে এক লাখের বেশি সেনা মোতায়েন করেছে। এটা পশ্চিমে উদ্বেগ সৃষ্টি করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র পুতিনকে হুমকি দিয়েছে, ইউক্রেন আক্রমণের শিকার হলে
কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হবে।
পুতিন জানিয়েছেন, সৈন্য মোতায়েন করা হয়েছে মহড়ার জন্য। নিজ দেশের মাটিতে অবাধে সেনা স্থানান্তরের অধিকার রয়েছে।
রাশিয়ার পররাষ্ট্র উপদেষ্টা ইউরি উশাকভ সাংবাদিকদের বলেন, পুতিন কথোপকথনে সন্তুষ্ট ছিলেন। সরাসরি আলোচনার জন্য একটি ভাল প্রেক্ষাপট তৈরি করেছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি বলেছেন, প্রেসিডেন্ট বাইডেন পুনর্ব্যক্ত করেছেন এই ফোন সংলাপে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটতে পারে।
মার্কিন ও রাশিয়ান কর্মকর্তারা আগামী মাসে জেনেভায় ব্যক্তিগত আলোচনার জন্য মিলিত হবেন। হোয়াইট হাউস জানিয়েছে, বাইডেন তার রুশ প্রতিপক্ষকে ইউক্রেন সমস্যার কূটনৈতিক সমাধানের জন্য অনুরোধ করেছেন। সূত্র-বিবিসি।
