চাকায় চাদর পেঁচিয়ে প্রাণ গেলো চালকের
কুমিল্লা প্রতিনিধিঃ
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় অটোরিকশার চাকায় চাদর পেঁচিয়ে ফাহিম ভূঁইয়া (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ বুধবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার বুড়িচং-রাজাপুর সড়কের হরিপুর এলাকার কালা সেতু নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে অটোতে করে এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে বুড়িচং সদরে পরীক্ষা কেন্দ্রে যায় ফাহিম। বাড়ি ফেরার পথে হরিপুর কালা সেতু নামক এলাকায় অটোরিক্সার চাকার সাথে চাদর পেঁচিয়ে অটোরিকশাসহ খালে পড়ে যান। ফাহিমকে উদ্ধার করে বুড়িচং সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ফাহিম উপজেলার রাজাপুর ইউনিয়নের চড়ানল গ্রামের কালাম ভূঁইয়ার ছেলে। তিনি পাঁচোড়া স্কুলের নবম শ্রেণীর ছাত্র।
বুড়িচং থানার ওসি তদন্ত মাকসুদ আলম বলেন, চাকার সঙ্গে গায়ের চাদর জড়িয়ে রাস্তার পাশে খালে পড়ে ফাহিমের মৃত্যু হয়েছে।
