ঘরে বসেই ছোঁয়া যাবে হাজরে আসওয়াদ
আন্তর্জাতিক ডেক্সঃ
পবিত্র কাবার হাজরে আসওয়াদ এবার ঘরে বসেই ছোঁয়া যাবে। মুসলিম বিশ্বের জন্য এমন প্রযুক্তি উদ্বোধন করেছে সৌদি সরকার। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে ইসলামের পবিত্রতম স্থানটিকে মেটাভার্স যুগে নিয়ে এসেছে, ফলে বিশ্বের যে কোনো স্থান থেকে পাথরটিকে ছুঁয়ে দেখা যাবে।
সোমবার এ প্রযুক্তির উদ্বোধন করেন মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদের প্রেসিডেন্সির প্রধান শেখ ডক্টর আবদুল রহমান বিন আবদুল আজিজ আল সুদাইস।
উদ্বোধনী অনুষ্ঠানের তিনি বলেন, আমাদের মহান ধর্মীয় এবং ঐতিহাসিক স্থান রয়েছে। আমরা সেগুলোকে ডিজিটালাইজ করার ব্যবস্থা গ্রহণ করেছি। সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে সেগুলো সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই।
তবে কখন কীভাবে ওই ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তিতে লোকজন সুবিধা পাবেন তা পরিষ্কার করা হয়নি।
এর আগে চলতি বছরের মে মাসে হাজরে আসওয়াদের কাছ থেকে তোলা একটি ছবি প্রকাশ করেছিল সৌদি কর্তৃপক্ষ। মক্কা-মদিনার দুই পবিত্র মসজিদের পরিচালনা পর্ষদ প্যারানমিক ফোকাস ব্যবহার করে হাজরে আসওয়াদের ওই ছবি ধারণ করেছিল। সূত্রঃ সৌদি প্রেস এজেন্স।
