গাড়ীর চাকার আঘাতে হোন্ডা চালক নিহত
টাঙ্গাইল প্রতিনিধিঃ
চলন্ত প্রাইভেটকারের খুলে যাওয়া চাকার আঘাতে মোটরসাইকেল চালক মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল উপজেলার হরিপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মনিরুজ্জামান মনির (৩৫) উপজেলার নবরত্নবাড়ি গ্রামের আমীর মজিদের ছেলে।
প্রত্যেক্ষদর্শী ও পুলিশ জানায়, ঘাটাইলের হরিপুরে চলন্ত প্রাইভেটকারের এক্সেল ভেঙ্গে সামনের বামপাশের চাকা খুলে যায়। এই সময় সড়কের পাশ দিয়ে মনির মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। খুলে যাওয়া ওই চাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা বৈদ্যুতিক খুটির সঙ্গে ধাক্কা লাগে।
এতে মেটারসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং গুরুতর আহত অবস্থায় মনিরকে ঘাটাইল উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
