গাইবান্ধায় হিরোইনসহ আটক-এক
মোঃ শাকিল মিয়া/গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা সদরের ধানগড়া এলাকায় হেরোইনসহ নাহিদ শেখ (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। রাঁতে র্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা কোম্পানির ফ্লাইট লেফটেন্যান্ট (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটককৃত নাহিদ শেখ দক্ষিণ ধানগড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১২ ডিসেম্বর কোম্পানিটির একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার ধানগড়া গ্রামে অভিযান পরিচালনা করে। এসময় নাহিদ শেখের বাড়ির উঠান থেকে ১ গ্রাম ৩০ মিলি হেরোইনসহ তাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, নাহিদ শেখ মাদক ব্যবসার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে এবং তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
নাহিদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।
